৩ দিন বাকি অবসরের, দিল্লির পুলিশ কমিশনার হলেন সেই আস্থানা

আগামী ৩১ জুলাই অবসর নেওয়ার কথা ছিল সিবিআইয়ের(CBI) প্রাক্তন স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার। যদিও তার আগেই মঙ্গলবার চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে দিল্লির পুলিশ কমিশনার(Delhi Police Commissioner) পদে আনা হলো রাকেশ আস্থানাকে(Rakesh Asthana)।

সম্প্রতি রাকেশ আস্থানার চাকরির মেয়াদ এক বছর বাড়ায় কেন্দ্রীয় সরকার। এরপরই জল্পনা শুরু হয় হয়তো ফের রাকেশ আস্তানাকে সিবিআই ডিরেক্টরের পদে আনা হতে পারে। যদিও সে জল্পনার অবসান ঘটিয়ে বর্তমানে বিএসএফ প্রধানের(BSF DG) দায়িত্বে থাকা রাকেশ আস্থানাকে দিল্লির পুলিশ কমিশনার পদে আনল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:ত্রিপুরা পৌঁছলো তৃণমূলের প্রতিনিধি দল, “গৃহবন্দি” আইপ্যাক সদস্যদের সঙ্গে দেখা করতে মরিয়া

উল্লেখ্য, নরেন্দ্র মোদী ও অমিত শাহের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গুজরাত ক্যাডারের আইপিএস আস্থানাকে সিবিআইয়ে নিয়ে আসা হয়েছিল এনডিএ সরকার আসার পরেই। তবে সিবিআই ডিরেক্টর অলোক বর্মার সঙ্গে আস্থানার সংঘাত চূড়ান্ত আকার ধারণ করলে ২০১৮ সালে আস্থানাকে সিবিআইয়ের থেকে সরিয়ে বিমান পরিবহণের নিরাপত্তার দায়িত্বে নিয়ে আসা হয়। বর্তমানে বিএসএফের ডিজির পদে ছিলেন এই আইপিএস আধিকারিক।

 

Previous articleনজরে মমতা-সোনিয়া বৈঠক, একঝলকে তৃণমূল নেত্রীর আজকের কর্মসূচি
Next articleঅলিম্পিক্সে যাওয়ার আগেই বাধা, টোকিও যাওয়ার বিমানে উঠতে পারলেন না বিনেশ ফোগাট