বেলাগাম সংক্রমণ, বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা ২০হাজার ছাড়ালো

খায়রুল আলম, ঢাকা

অতিমারির জেরে বাংলাদেশে শুরু হয়েছে মৃত্যু মিছিল। বেলাগাম সংক্রমণের জেরে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র করোনায়  ২৩৭ জনের মৃত্যু হয়েছে।এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জনে।বাংলাদেশের বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ২৩৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে  ১৪৯ জন পুরুষ ও নারীর সংখ্যা ৮৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হার ১ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়েছে ১৬ হাজার ২৩০ জন। যা গত কয়েকদিনে সর্বোচ্চ।এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৬৩৯টি ল্যাবরেটরিতে ৫৬ হাজার ১৫৭টি নমুনা সংগ্রহ ও ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৬ লাখ ১২ হাজার ৫৮৮টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক শূন্য ৯১ শতাংশ।গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৭০ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ।

Previous articleমোদির মুখোশ খুলতেই রাজ্যসভায়, মনোনয়ন পেশ করেই বুঝিয়ে দিলেন জহর
Next article‘এত অপমান অসহ্য’, মোর্চা ছাড়ার হুমকি ISF বিধায়ক নওশাদের