যোগী-মোদির রাজ্যে প্রচারে তৃণমূলের বার্তা হাতিয়ার মমতার

রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় থেকেই আগামী লোকসভা নির্বাচন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। উত্তরপ্রদেশের বারাণসী থেকে লোকসভায় মমতাকে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বিজেপি। সেই চ্যালেঞ্জের পাল্টা জবাব দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই একই সুর বুধবার নয়াদিল্লিতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও।বুধবার বিকেলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন তিনি । তার আগে দুপুরে দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে।
বিজেপিকে যে এক ইঞ্চিও জমি ছেড়ে দেওয়া হবে না তা স্পষ্ট করে দেন তৃণমূলনেত্রী। কথা প্রসঙ্গে উঠে আসে তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। যা হাতিয়ার করে উত্তরপ্রদেশে প্রচার শুরু করেছে সমাজবাদী পার্টি। সমগ্র দেশে প্রচারের জন্য হিন্দিতেও ওই গান তৈরি হচ্ছে। যা নিয়ে এদিন মমতা বলেছেন, বাংলার পরে এবার সারা দেশেই খেলা হবে।
তৃণমূল সুপ্রিমো কি রাজনৈতিক প্রচারে বারাণসীতে যাবেন? এর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন যাব না? আমি অবশ্যই বারাণসীতে যাব।

 

Previous articleহাতে পোস্টার, দৃপ্ত ভঙ্গি: পেগাসাস নিয়ে লোকসভায় তৃণমূলের তুমুল বিক্ষোভের নেতৃত্বে অভিষেক
Next articleসিরিজ সমতায় শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-২০ ম‍্যাচে ভারতের বিরুদ্ধে ৪ উইকেটে জয় লঙ্কানদের