করোনার চতুর্থ ঢেউয়ে ডেল্টা স্ট্রেনে মৃত্যু মিছিল পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে

এদেশে এখনও করোনার তৃতীয় ঢেউ আসেনি। তাইতেই কপালে ভাঁজ সরকারের। অথচ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এরই মধ্যে থাবা বসিয়েছে চতুর্থ ঢেউ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, এই চতুর্থ ঢেউয়ের কারণ করোনা ভাইরাসের ডেল্টা রূপ।
হু (WHO) জানিয়েছে, পশ্চিম এশিয়ার ২২টি দেশের মধ্যে ইরান, ইরাক, তিউনিসিয়া, লিবিয়া-সহ ১৫টি দেশেই করোনার এই ডেল্টা রূপের সন্ধান পাওয়া গিয়েছে। তবে একই সঙ্গে হু জানিয়েছে, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের কেউই টিকা নেননি।
যদিও তবে হু জানিয়েছে, টিকাকরণের ক্ষেত্রে গাফিলতিই পশ্চিম এশিয়ার এই চতুর্থ ঢেউয়ের কারণ। তাদের কথায়, করোনার টিকা সংগ্রহ আর মজুত করার ক্ষেত্রে এই দেশগুলি যতটা আগ্রহ দেখিয়েছে ততটা টিকাকরণে দেখায়নি। পশ্চিম এশিয়ায় ৪ কোটি ১০ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছে। যা মোট জনসংখ্যার মাত্র সাড়ে পাঁচ শতাংশ।
শুক্রবার পশ্চিম এশিয়ায় হু-এর আঞ্চলিক প্রধান চিকিৎসক আহমদ আল মান্ধারি বলেন, পশ্চিম এশিয়ায় আমরা এখন চতুর্থ ঢেউয়ের কবলে।

 

Previous articleবিচারকের মৃত্যুরহস্য: এক সপ্তাহের মধ্যে পুলিশি তদন্তের রিপোর্ট চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট
Next articleবিরোধীরা নয়, সংসদে অচলাবস্থার জন্য দায়ী মোদি-শাহ সরকার: তোপ ডেরেকের