টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) সেমিফাইনালে ব্রাজিল( brazil)। এদিন কোয়ার্টার ফাইনালে মিশরকে( mishar) ১-০ গোলে হারিয়ে জয় পেল সেলেকাওরা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিউস কুনহা।

ম্যাচের এদিন শুরু থেকেই ম্যাচে দাপট দেখায় সাম্বার দেশ। একের পর এক আক্রমণ চালায় তারা। তবে তা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। তবে ম্যাচের ৩৭ মিনিটে গোলের দরজা খোলে সেলেকাওরা। ম্যাচের ৩৭ মিনিটে রিচার্লিসনের অ্যাসিস্টে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে ব্রাজিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় তারা। মিশরে বিরুদ্ধে একমাত্র গোলেই সেমিফাইনালের টিকিট অর্জন করে সেলেকাওরা।
আরও পড়ুন:অলিম্পিক্স থেকে ফাঁকা হাতে ফিরতে হচ্ছে জোকোভিচকে, ব্রোঞ্জ জয়ও হল না জোকারের
