সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি

আগামী এক-দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরপ্রদেশের নিম্নচাপ এলাকা থেকে মৌসুমী অক্ষরেখা গোয়া হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেকারণে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে।
আজ সকালেই আবহাওয়া দফতর জানিয়েছিল, মঙ্গল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় বৃষ্টি হবে। আগামিকাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস রয়েছে। যদিও পূর্বাভাসে জানানো হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, জুন ও জুলাই মাসের পরিসংখ্যানে দক্ষিণে অতিবৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ।

Previous articleইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১-র শেষাংশে খেলবেন ইংল্যান্ডের ক্রিকেটাররা, নিশ্চিত করল বিসিসিআই
Next articleধিক্কার: দিল্লিতে ৯ বছরের বালিকাকে গণধর্ষণ-খুন, শাহকে তোপ দেগে টুইট অভিষেকের