বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় দিনের ম‍্যাচ

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল ভারত-ইংল্যান্ডের (India vs England ) প্রথম টেস্টের দ্বিতীয় দিনের ম‍্যাচ। দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ১২৫।  ভারতের হয়ে ব‍্যাট করছেন কে এল রাহুল ( Kl Rahul)এবং ঋষভ পন্থ (Rishabh Panth)। ৫৮ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

প্রথম ইনিংসে শামি-বুমরাদের দাপটে অল আউট হয়ে ১৮৩ রানে আটকে যান জো রুটরা। জবাবে ব‍্যাট করতে নেমে বড় রানের লিডের লক্ষ্যে নামে বিরাট কোহলির দল। কিন্তু ক্রমাগত বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ করে দেওয়া হয়। ৯৭ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৩৬ রান করে আউট হন রোহিত শর্মা। ব‍্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন কে এল রাহুল। ৫৭ রানে অপরাজিত তিনি। মাত্র ৪ রান করেই আউট চেতেশ্বর পুজারা। ব‍্যাট হাতে ব‍্যর্থ হন অধিনায়ক বিরাট কোহলি। শূন‍্য রানে আউট হন তিনি। ব‍্যাট হাতে ব‍্যর্থ অজিঙ্কে রাহানেও। ৫ রান আউট হন তিনি। ইংল‍্যান্ডের হয়ে  দুই উইকেট নেন জেমি অ‍্যান্ডারসন। একটি উইকেট নেন ওলি রবিনসন।

আরও পড়ুন:বড় ক্ষতি ইংল‍্যান্ড শিবিরে, চোটের কারণে আইপিএল, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্চার

 

Previous articleবড় ক্ষতি ইংল‍্যান্ড শিবিরে, চোটের কারণে আইপিএল, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আর্চার
Next articleসাতদিন ধরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ডাক বঙ্গ বিজেপির