SSC চাকরি প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখবে কমিশন

এসএসসি নিয়োগ নিয়ে দিনের পর দিন আন্দোলন চলছে। নিয়োগে জটিলতা কাটাতে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সঙ্গে বৈঠক করলেন এসএসসির (School Service Commission) চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীদের অভিযোগ ফের খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও কমিশনের সচিব। এছাড়া ছিলেন রাজ্যে স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরে প্রধান সচিবও । বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আন্দোলনরত চাকুরীপ্রার্থীদের, অর্থাৎ যাঁরা অভিযোগ করছেন যে, মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি বা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন দমিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন-তাঁদের বিষয়গুলি খতিয়ে দেখা হবে। তাঁদের অভিযোগগুলি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকার।

আরও পড়ুন- শর্তসাপেক্ষে ১৮ আগস্ট থেকে ভক্ত সাধারণের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ advt 19

 

Previous articleবাংলাদেশ-ভারত বিমান চলাচল ফের শুরু করতে তৎপরতা
Next articleবিশ্বকাপজয়ী গুজরাতের সেই ক্রিকেটার এখন দিনমজুর