রাজ্যসভায় তুলকালাম: মহিলা সাংসদদের উপর আক্রমণ গণতন্ত্রে আঘাত, মন্তব্য পাওয়ারের

তাঁর ৫৫ বছরের সংসদীয় জীবনে রাজ্যসভায় মহিলা সাংসদদের উপর এ ধরনের আক্রমণ দেখেননি- বুধবার অধিবেশন থেকে বেরিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন এনসিপি (Ncp) নেতা শরদ পাওয়ার (Sharad Power)।

অন্যান্য দিনের মতো বুধবারও রাজ্যসভায় অধিবেশন শুরু হয়ে কিছুক্ষণ চলার পর, তা মুলতবি হয়ে যায়। ফের বারোটার সময় সভা শুরু হয়। পেগাসাস (Pegasus) থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বিশেষ করে কৃষি আইন-সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। ছিলেন মহিলা সাংসদরাও। এমনকী কৃষি আইনের প্রতিলিপি ছুড়ে ফেলা হয় অধিবেশন কক্ষের মধ্যে। অভিযোগ, সেই সময় প্রায় ৪০ জন সাংসদদের জোর করে সেখান থেকে সরাতে যান। বাদ যাননি মহিলা সাংসদরাও। তাঁদের জোর করে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আগ্রহী নয় কেন্দ্র: মানুষকে বোঝাবে বিরোধীরা

এই ঘটনার তীব্র নিন্দা করেন শরদ পাওয়ার। তাঁর কথায়, “৪০ জন বহিরাগত নারী-পুরুষকে এভাবে সংসদের অধিবেশনে এর আগে আমি ঢুকে পড়তে দেখিনি। এটা অত্যন্ত বেদনাদায়ক। গণতন্ত্রের উপর আঘাত”। এই হট্টগোলের মধ্যে এরপর রাজ্য সভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।

advt 19