রাজ্যসভায় ওবিসি সংশোধনী বিল পাস, ৩০ বছরের পুরনো সংরক্ষণের সীমাও বিবেচনাধীন!

ওবিসি রিজার্ভেশন সংশোধনী বিল, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ওবিসি রিজার্ভেশনের একটি তালিকা প্রস্তুত করার ক্ষমতা প্রদান।
সমস্ত দলের ৫০% রিজার্ভেশন সীমা বাতিল করার দাবির মধ্যে, সরকার রাজ্যসভায় সম্মত হয়েছিল যে ৩০ বছরের পুরনো রিজার্ভেশন সীমা বিবেচনা করা উচিত।
আজ, বুধবার রাজ্যসভায় বিলটি পেশ করা হয়। লোকসভায় বিলটি ধ্বনিভোটে পাস হওয়ার পর, আজ এটি রাজ্যসভাতেও পাস হয়ে গেল।
আসলে কেন্দ্রের আনা এই OBC বিল তথাকথিত পিছিয়ে পড়া শ্রেণির সমর্থনে। তাই বিরোধী শিবির থেকেও তেমন বিরোধিতা দেখা গেল না।কেন্দ্রের আনা এই ওবিসি বিল আসলে সংবিধানের ১২৭ তম সংশোধনী। এই বিল আইনে পরিণত হলে, এরপর থেকে রাজ্য সরকারগুলিও অন্যান্য অনগ্রসর জাতিতে কাদের কাদের অন্তর্ভুক্ত করা হবে, তা চিহ্নিত করতে পারবে।
‘সংবিধান ১২৭ তম সংশোধনী বিল ২০২১’ প্রায় ৬ ঘণ্টা আলোচনার পর আজ রাজ্যসভায় ১৮৭ ভোটের ব্যবধানে পাস হয়েছে। যদিও বিপক্ষে একটি ভোটও ছিল না। এই বিলে বিরোধী সদস্যদের দ্বারা আনা সংশোধনীগুলি সংসদে প্রত্যাখ্যাত হয় ।

advt 19

 

Previous articleসচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করলেন মীরাবাই চানু
Next articleশহরে এসে মোদির সমালোচনায় দিল্লির স্পিকার, বাংলার প্রকল্প নিয়েও উচ্ছ্বসিত আপ বিধায়ক