বিশ্বর‍্যাঙ্কিং-এ বড় সাফল‍্য নীরজ চোপড়ার, একলাফে উঠে এলেন দ্বিতীয় স্থানে

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনা জয়ের পর, বিশ্বর‍্যাঙ্কিংও বড় সাফল‍্য পেলেন নীরজ চোপড়া( neeraj chopra)। একলাফে ১৬ থেকে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের এই অ‍্যাথলিট। অলিম্পিক্সের আগে নীরজের র‍্যাঙ্কিং ছিল ১৬।

বৃহস্পতিবারই প্রকাশিত হয় জ‍্যাফলিন থ্রোয়ের বিশ্বর‍্যাঙ্কিং। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স সম্প্রতি যে ক্রমতালিকা বের করেছে তাতে এক নম্বরে রয়েছেন জোহানেস ভেটের৷ জ‍্যাফলিন থ্রোয়ের বিশ্বর‍্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছেন জার্মানির জোহানেস। তাঁর পয়েন্ট ১৩৯৬। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের নীরজ। তাঁর পয়েন্ট ১৩১৫। ধারাবাহিকতা বজায় রাখলে ভেটেরকে টপকে যেতে পারেন নীরজ। ক্রমতালিকায় উন্নতি ছাড়াও বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার পক্ষ থেকে বিশেষ সম্মানও পেয়েছেন নীরজ ৷

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleযান্ত্রিক গোলযোগ, উৎক্ষেপণের পরেও কক্ষপথে পৌঁছতে পারল না ইসরোর কৃত্রিম উপগ্রহ
Next articleমোদির শাসনে দেনার দায়ে ধুঁকছে ভারত, ঋণের বোঝা প্রায় ১৯৮ লক্ষ কোটি টাকা