যান্ত্রিক গোলযোগ, উৎক্ষেপণের পরেও কক্ষপথে পৌঁছতে পারল না ইসরোর কৃত্রিম উপগ্রহ

ধাক্কা খেল ইসরো। নির্দিষ্ট সময়ে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হলেও লক্ষ্যে পৌঁছতে পারল না ইসরোর কৃত্রিম উপগ্রহ। প্রযুক্তিগত গোলযোগ থাকায় নির্দিষ্ট রাস্তা থেকে সরে গিয়ে ভেঙে পড়ে উপগ্রহটি। বৃহস্পতিবার একটি টুইটে এমনটাই জানিয়েছে ইসরো।

আরও পড়ুন:হিমাচলে ধসে নিঁখোজ বাসের হদিশ মিলল, মৃতের সংখ্যা বেড়ে ১৩

বৃহস্পতিবার ভোরে ৫টা ৪৩ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপন করা হয় ইওএস-০৩ নামের একটি উপগ্রহ। জিএসএলভি-এফ১০ রকেটের মাধ্যমে এই উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করার লক্ষ্য ছিল ইসরোর। সেই মতো সতীশ ধাওয়ন স্পেস সেন্টার থেকে সফলভাবেই উৎক্ষেপিত হয়েছিল এই ‘আর্থ অবজারভেশন স্যাটেলাইট’। উৎক্ষেপণের সময় একটি টুইট করে একথা জানায় ইসরো।

কিন্তু উৎক্ষেপণের ১৫ মিনিট পর যাত্রার কক্ষপথের তৃতীয় স্তরে ভেঙে পড়ে এই উপগ্রহ। ভেঙে পড়ার আগে বিজ্ঞানীরা দেখেন, যান্ত্রিক গোলযোগ থাকায় নির্দিষ্ট রাস্তা থেকে কিছুটা সরে যায় উপগ্রহ-যান GSLV-F10। মহাকাশ থেকে শত্রুপক্ষের ওপর নজরদারিতে সক্ষম ছিল এই কৃত্রিম উপগ্রহটি। কিন্তু তা সত্ত্বেও ইসরোর পরিকল্পনামাফিক কাঙ্খিত জিওসিনক্রোনাস ট্রান্সফার কক্ষপথে পৌঁছতে পারল না এই উপগ্রহ।


Previous article১৬ অগাস্ট: ফুটবল প্রেমীদের জন্য কান্নাভেজা চোখে মান্নার গান, ব্যান করেছিল সিপিএম
Next articleবিশ্বর‍্যাঙ্কিং-এ বড় সাফল‍্য নীরজ চোপড়ার, একলাফে উঠে এলেন দ্বিতীয় স্থানে