দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ধস, সাতসকালে নাকাল যাত্রীরা

করোনা (Corona) আবহে সবেমাত্র সচল হয়েছে শহরের মেট্রো চলাচল। আর তার মধ্যেই নতুন করে বিপত্তি। আজ, শুক্রবার সকালে অফিস টাইমে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া (Dakneswar-Noapara) মেট্রো (Metro Rail) লাইনে প্রায় ২০০ মিটার জায়গা জুড়ে ধস (Collapse) নেমেছে। কাজের দিন সাতসকালে এই ঘটনায় নাকাল নিত্যযাত্রীরা। 

 

ক্ষতিগ্রস্থ অংশ আপাতত ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ক্ষতি হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের (Belgharia Expressway) সিসিআর ব্রিজের পিলারও। ধীর গতিতে অবশ্যই চলাচল করছে মেট্রো। বোল্ডার নিয়ে চলছে ধস মেরামতির কাজ।

প্রসঙ্গত, কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল। দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনের। সেখানেই ধস নামায় কাজের গুনাগুন নিয়ে প্রশ্ন উঠছে। যদিও মেট্রোরেল কর্তৃপক্ষ এই ঘটনায় এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি। তবে বর্ষার মরসুমে যাতে নতুন করে বিপর্যয় না ঘটে সেদিকে নজর দেওয়া হচ্ছে।

advt 19

Previous articleতৃণমূল টুরিস্ট হলে, এত ভয় কেন ? মন্তব্য ব্রাত্যর
Next articleগান্ধীর পদার্পণ-এর ৭৫ বছর, ঐতিহ্য-আধুনিকতার মেলবন্ধনে সেজে উঠছে ঐতিহাসিক বাড়ি