স্বাধীনতা দিবসের দিনে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পার-বোলারোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৪

বোলারো গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। আজ সকালে ঘটনাটি ঘটে মালদার গাজোল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদের মধ্যে এক মহিলা ও শিশু রয়েছে।

আরও পড়ুন: অ্যান্টিক কয়েনের গল্প ফেঁদে অপহৃত যুবক!

পুলিশ সূত্রের খবর, বোলার গাড়িটি রায়গঞ্জের দিক থেকে মালদা আসছিল অন্যদিকে একটি ডাম্পার মালবোঝাই করে মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। মশালদিঘি ও আহোড়ার মাঝামাঝি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে উঠতেই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এঁড়াতে ডাম্পারটি শেষ মুহূর্তে স্টিয়ারিং ঘুরিয়েও নিয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ডাম্পারের তলায় ঢুকে যায় বোলারোটি। ঘটনাস্থলেই মারা যান তিনজন। বাকি একজনকে উদ্ধার করে গাজোল থানার পুলিশ।তাঁকে মালদা মেডিকাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই আহত ব্যক্তির মৃত্যু হয়।মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে,  দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির ছাদ কেটে মৃতদেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। বোলারটিতে গর্ভমেন্ট অন ডিউটি লেখা থাকায় মৃতরা কোনও সরকারি আধিকারিকের আত্মীয় কিনা তা জানার চেষ্টা চলছে।


Previous articleআইপিএলের দ্বিতীয় পর্বে ক্রিকেটার ছাড়তে রাজি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইসিবি
Next articleদ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সবজি বিক্রি করলেন মদন মিত্র