স্বাধীনতা দিবসে সাড়ে সাত হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাড়ে সাত হাজার বর্গফুটের পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপর প্রথা মেনে জাতীয় সঙ্গীত গান স্যালুটের পর শুরু হয় কুচকাওয়াজ।

এরপর শহীদদের সম্মান জানাতে ব্যারাকপুরে গাঁধীঘাটে যান তিনি। সেখানে তিনি বলেন গণতন্ত্রের বিকাশে বাঁধা হিংসা। সম্মান করতে হবে মানবাধিকারকে।এদিন টুইটারে রাজ্যপাল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপন করে আসুন সকলে এই অমৃত মহোৎসবের দিনটি পালন করি’।

আজ স্বাধীনতা দিবসে রাজ্যপালের নিরাপত্তার কথা চিন্তা করে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ব্যারাকপুর গাঁন্ধীঘাটে চত্ত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। ওই এলাকার গাড়িও অন্যদিক দিয়ে ঘোরানো হয়েছে। স্বাধীনতা দিবসের দিনে যাতে কোনওরকম আইনশৃঙ্খলা লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে আগে থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন।


Previous articleসংসদে পর্যাপ্ত আলোচনা না হওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক: প্রধান বিচারপতি
Next articleপ্রয়াত প্রাক্তন জার্মানির ফুটবলার গার্ড মুলার