Friday, December 26, 2025

সবুজের অভিযান: তৃণমূল ছাত্র পরিষদের ব্লগ উদ্বোধনে ব্রাত্য বসু

Date:

Share post:

করোনা মহামারি আবহে এবারও ভার্চুয়াল হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়ো রোডে গান্ধিমূর্তির পাদদেশে নয়, একুশে জুলাইয়ের মতোই কালীঘাট থেকে ছাত্র-যুবদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র সমাজের উদ্যোগে দলনেত্রীর সেই ভার্চুয়াল বক্তৃতা শোনা যাবে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকেও। সরাসরি সম্প্রচার হবে ফেসবুক, ইউটিউব ও ট্যুইটার মাধ্যমে।

আরও পড়ুন-বিচারপতির নিরাপত্তার দায় শুধু রাজ্যের নয়, কেন্দ্রকেও ব্যবস্থা নিতে হবে জানাল সুপ্রিম কোর্ট

তারই প্রস্তুতি হিসেবে ছাত্র-যুব সমাবেশ সফল করতেই মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ডিজিটাল ক্যাম্পেন। চলতি বছরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিজেদের ব্লগ তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে একাধিক চমক থাকছে। তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত প্রাক্তন নেতাদের সাক্ষাৎকার এই ব্লগে থাকবে। যা আপলোড করা হবে তৃণমূলের ইউটিউব চ্যানেলেই।

মঙ্গলবার উত্তর কলকাতার মোহিত মঞ্চে এই ব্লগের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ব্লগের নাম “সবুজের অভিযান”, খোদ ব্রাত্য বসু এই নামকরণ করেছেন।

বাংলার ছাত্রছাত্রীদের লেখা দিয়েই ব্লগ সমৃদ্ধ হবে।ছাত্রছাত্রীদের লেখার প্লাটফর্ম। সাপ্তাহিক ভাবে প্রকাশিত হবে। কেন বাংলা নিজের মেয়েকে চায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের নারীকেন্দ্রিক উন্নয়নের কথা লেখা থাকবে এই ব্লগে। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তুলে ধরা হবে। প্রথম সংখ্যার সম্পাদকীয় লিখেছেন ব্রাত্য বসু। থাকছে ফটো গ্যালারিও।

ব্লগে সাক্ষাৎকার দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়, মদন মিত্র, বৈশ্বানর চট্টোপাধ্যায়। এছাড়া ব্লগে থাকবে একাধিক মানুষের লেখা। বিশিষ্ট মানুষের লেখা। প্রথমদিন বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের সাক্ষাতকার দিয়েই শুরু হলো ইউটিউব চ্যানেলের নতুন রূপে পথ চলা।

শিক্ষা, ভ্রমণ, ক্রীড়া, বিনোদন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তবে ছবি-ভিডিও সহ ভ্রমণ কাহিনির ওপর বিশেষ জোর দেওয়া হবে। জেলায় জেলায় ছাত্র সংগঠন যারা সামলেছেন তাদেরকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের লেখাও থাকবে। থাকবে জেলার নেতাদের বাছাই করা ইন্টারভিউ। প্রতিবছর যেখানে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান সম্পন্ন হয়, এবারও তা বাতিল হচ্ছে না। গান্ধী মূর্তির পাদদেশেই হবে শ্রদ্ধা জানিয়ে মূল অনুষ্ঠান। তবে কোভিড আবহে হবে না কোনও জমায়েত।

আরও পড়ুন-সেপ্টেম্বরে নেপালের বিরুদ্ধে দুটি প্রস্তুতি, দল নিয়ে আশাবাদী ইগর স্টিমাচ

তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, “২৮ অগাস্ট দিনটা আমাদের কাছে আবেগ। আমাদের একটা জন্মদিনও বলতে পারেন৷ সাম্প্রতিক রাজনৈতিক আবহে এই দিনটার আলাদা গুরুত্ব তৈরি হয়েছে। তাই সকলের কাছে আমাদের বক্তব্য তুলে ধরতে একাধিক অভিনবত্ব থাকছে।” ২৮ আগস্ট উপলক্ষ্যে এবার বিশেষ গান রচনা হয়েছে। সেই গানেরও এদিন উদ্বোধন হলো।

advt 19

 

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...