জামিনের আবেদন খারিজ পামেলার

হাই কোর্ট

কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানালেন মাদক কাণ্ডে গ্রেফতার বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ।সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত । বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন ।
চলতি বছরের 19 ফেব্রুয়ারি বিধানসভা ভোটের আগে কলকাতার নিউ আলিপুর থেকে কোকেন-সহ ধরা পড়েছিলেন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী । গ্রেফতারের সময় তাঁর সঙ্গে ছিলেন আর এক বিজেপি নেতা প্রবীর দে । এই ঘটনার পর পুলিশের কাছে পামেলা গোস্বামী জানিয়েছিলেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে । এই চক্রান্তের পিছনে রয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং । পুলিশ এরপরে রাকেশ সিংকেও গ্রেফতার করে ।

আরও পড়ুন- সবুজের অভিযান: তৃণমূল ছাত্র পরিষদের ব্লগ উদ্বোধনে ব্রাত্য বসু
প্রথম থেকেই পামেলা গোস্বামীর অভিযোগ ছিল যে তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে সে কথা তিনি আলিপুর আদালতেও জানিয়েছিলেন । তারপরই আলিপুর আদালত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেয় । সেই থেকে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন ।

advt 19

 

Previous articleসবুজের অভিযান: তৃণমূল ছাত্র পরিষদের ব্লগ উদ্বোধনে ব্রাত্য বসু
Next articleবিজেপির সম্মান যাত্রা ঘিরে উত্তেজনা চুঁচুড়ায়