Saturday, August 23, 2025

‘জাগো বাংলা’য় লেখার জের: অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করল সিপিএম

Date:

‘বঙ্গরাজনীতিতে নারীশক্তি’- এই শিরোনামে ধারাবাহিকভাবে ‘জাগো বাংলা’য় লিখেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ অজন্তা বিশ্বাস। তাঁর কলমে গীতা মুখোপাধ্যায়, আভা মাইতি, অপরাজিতা গোপ্পী, পূরবী মুখোপাধ্যায়, কৃষ্ণা বসুর সঙ্গে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। এবার তৃণমূলের মুখপত্রে লেখার জেরে প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করল সিপিএম। তবে দলীয় সূত্রে খবর, আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন-Afghanistan-Taliban Crisis: আফগানিস্তান থেকে ভারতীয় আধিকারিকদের নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান

সূত্রের খবর, কলকাতা জেলা কমিটি থেকে সাসপেন্ড করা হয়েছে অজন্তা বিশ্বাসকে। তাঁকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। অজন্তাকে আগেই শোকজ করা হয়। তবে শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায়, এবার সাসপেন্ড করা হল অজন্তা বিশ্বাসকে। ‘জাগো বাংলা’র উত্তর সম্পাদকীয়র শেষ কিস্তিতে মমতাকে বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি নারী হিসেবে অভিহিত করেন অজন্তা বিশ্বাস। এরপর অজন্তা স্পষ্ট জানান, ‘দলমত নির্বিশেষে বঙ্গ রাজনীতিতে সকল মহিলাদের কথা তুলে ধরাই আমার প্রয়াস।’

অজন্তা জানিয়েছিলেন, ‘ইতিহাসের শিক্ষার্থী হিসেবে আমার গবেষণার অন্যতম বিষয় বঙ্গ নারী। বেশ কিছু দিন ধরে আমি এ বিষয়ে গবেষণা করে আসছি। এমনই একটি লেখা প্রাক স্বাধীনতা পর্বে অবিভক্ত বাংলা ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। ইতিহাসের দৃষ্টিকোণে রচিত এই লেখায় যেমন রয়েছেন স্বাধীনতা আন্দোলনে জড়িত নেত্রীরা, তেমনই এসেছেন জাতীয়তাবাদী নেত্রীদের কথাও।’

আরও পড়ুন-বাড়ল গ্যাসের দাম, মধ্যবিত্তের হেঁসেলে আগুন লাগিয়ে এক বছরে বৃদ্ধি ২৪১ টাকা!

অজন্তার কথায়, “এক বাঙালি নারী হিসেবে একটি নতুন সর্বভারতীয় দলের প্রতিষ্ঠা করে এক নতুন ইতিহাস রচনা করেছেন তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়)”। কংগ্রেসে যোগদান থেকে শুরু করে আলাদাভাবে তৃণমূল কংগ্রেস গঠন এবং তৃতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসা পর্যন্ত- মমতার উত্থানের সবটাই উঠে এসেছে অজন্তা বিশ্বাসের লেখনীতে।

 

Related articles

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...
Exit mobile version