High Court এর রায়ের পর এখন খবর হল CBI এবার kolkataর বদলে Delhi থেকে তদন্তের কাজ শুরু করতে পারে। সিবিআই চাইছে কলকাতা থেকে কাজ না করতে। তবে এবিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে SITএ নগরপাল Soumen Mitra কে রাখায় আরেক জল্পনা চলছে। আদালত বলেছে সিটে যাঁরা আছেন তাঁদের অন্য দায়িত্ব থেকে মুক্তি দিতে হবে। তাহলে কি নগরপালবদল আসন্ন? জল্পনা চলছে।

আরও পড়ুন- সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণসামগ্রী পৌঁছে দিল ‘গীতাঞ্জলি’
