স্বস্তি দিয়ে ফের কমল দেশের দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

ফাইল ছবি

গতকালের তুলনায় আরও খানিকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ।তবে চিন্তা বাড়িয়ে বেড়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে ফের মৃত্যু বেড়ে ৪০৩ হয়েছে। গোটা অতিমারি পর্বে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন।

আরও পড়ুন: ৮৭ জন ভারতীয়কে নিয়ে দেশের মাটিতে অবতরণ, কাবুল থেকে যাত্রা শুরু আরও এক বিমানের

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন। যা শনিবারের তুলনায় ১০.১৮ শতাংশ কম। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৩ লক্ষ ৯৩ হাজার ২৮৬ জন। এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। গত ২৪ ঘণ্টায় কেরলে ১৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন।এরপরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।

তবে সংক্রমণ ৪০ হাজারের নীচে থাকায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। গত ২৭ দিন ধরে সংক্রমণের হার রয়েছে ২ শতাংশের নীচে।

advt 19

Previous article৮৭ জন ভারতীয়কে নিয়ে দেশের মাটিতে অবতরণ, কাবুল থেকে যাত্রা শুরু আরও এক বিমানের
Next articleআতঙ্কের আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ১৬৮ জন, আজ ফিরবেন আরও ৩০০