ইতিমধ্যেই নবান্নে ইস্টবেঙ্গলের( EadtBengal) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য চিঠি পাঠিয়ে দিয়েছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট(Shree cement)। যা নিয়ে বেশ ক্ষুব্ধও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও( Mamata banerjee)। তবে এখনও আশাবাদী ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। বললেন, ইতিবাচক কিছু একটা হবে।


বিনিয়োগকারী সংস্থা, নবান্নে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানালেও, এখনও অবধি লগ্নিকারী সংস্থার থেকে স্পোর্টিং রাইটস কিংবা বিচ্ছেদের চিঠি পায়নি ইস্টবেঙ্গল ক্লাব। মঙ্গলবার বিকেলে এমনটাই জানালেন লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এই নিয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,” আমার কাছে এখনও চিঠি আসেনি, বিকল্পের কথা কেন ভাবব! ওদের কাছে রাইটস আছে। যদি ওরা হাত তুলে দেয়, তখন আমরা বিকল্প নিয়ে ভাবব। যতক্ষণ না চিঠি আসছে, ততক্ষণ অবধি আমরা কিছু ভাবছি না। মুখ্যমন্ত্রীর কথা আমরা শুনেছি।”

তবে এতকিছুর মধ্যেও লাল-হলুদ সমর্থকদের জন্য আশ্বাসবানী দিলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা। তিনি বলেন,” ইস্টবেঙ্গল সমর্থকরা আশাহত হবেন না। ইস্টবেঙ্গল ক্লাব কোনও দিন সমর্থকদের আশাহত করেনি। আমরা আশাবাদী কোনও না কোন পজেটিভ জিনিস হবে। হয়ত আমরা আইএসএল খেলব। সব কিছুর দিকে নজর রেখে এগোবো। ক্লাবের ভালো হয়, সেইভাবেই এগোবো। ”

তবে এখনও চুক্তিজট কাটার ইঙ্গিত মিলছে। লাল-হলুদের সঙ্কটে এবার হস্তক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি নবান্নতে বৈঠকে ডাকলেন ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্ট কর্তৃপক্ষকে।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের পাশ থেকে শ্রী সিমেন্টের সরে যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
















