জঙ্গিপুর রবীন্দ্রভবনে চাঁদেরহাট আয়োজনে সবুজ বার্তা ও আনন্দমুখর সাহিত্য পত্রিকা

অভিনন্দন গোস্বামী , জঙ্গিপুর:

মুর্শিদাবাদের জঙ্গিপুর রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে বর্ণাঢ্য সাহিত্য সভা অনুষ্ঠিত হলো সবুজ বার্তা সংবাদ পত্রিকা এবং আনন্দমুখর সাহিত্য পত্রিকার  যৌথ উদ্যোগে। এদিন অনুষ্ঠানের সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো: সোহরাব বিশিষ্ট শিক্ষাবিদ তথা মুর্শিদাবাদ জেলা পরিষদ এর মেন্টর। বেলা সাড়ে দশ টার সময়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী আমিনুল ইসলাম এবং বিশিষ্ট সংগীত শিল্পী জয় কুমার ধারার উদ্বোধনী সংগীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, প্রায় ১৫০ জন কবি-সাহিত্যিক এবং মুর্শিদাবাদ জেলার সাংবাদিক ওবিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দের শরৎচন্দ্র স্মৃতি সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত সকলকে সংবর্ধিত করেন আনন্দমুখর সাহিত্য পত্রিকার সম্পাদক সুপর্ণা রায় এবং সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ,

 

 

এদিন বর্ণাঢ্য সাহিত্য সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মজিবুর রহমান প্রধান শিক্ষক কাবিলপুর উচ্চ বিদ্যালয়, এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা জঙ্গিপুর জেলা সাংগঠনিক সভাপতি খলিলুর রহমান মহাশয়, মুস্তাক আলী সাংবাদিক পুবের কলম পত্রিকা, বিশিষ্ট সমাজসেবী তায়েদুল ইসলাম, জয়নূল আবেদীন, মনিরুল ইসলাম, এদিন তরুণ কবিদের কবিতা পাঠ সংগীত ইত্যাদি ছিল চোখে পড়ার মতো। এদিন এই বর্ণাঢ্য মহতি সাহিত্য সভায় বিশিষ্ট লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন, কুনাল কান্তি দে তিনি বলেন মুর্শিদাবাদ জেলার মধ্যে এইরকম বর্ণাঢ্য সাহিত্য সভা এর আগে হলেও সভায় উপস্থিত হার এত বেশি চোখে পড়ার মতো ছিল না, এই মহতী অনুষ্ঠানে তিনি সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ কে সাধুবাদ জানিয়েছেন এবং বিভিন্ন কবিদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, তাহসিনুল ইসলাম, গফুর শেখ, তানজিলাল সিদ্দিকী, জয়কুমার ধারা, সিলন হাজরা, লক্ষণ দাস, সাধন কুমার রক্ষিত, মানিরুল ইসলাম প্রমূখ। এই মহতী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ছিল সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সহ আরো চারটি স্বেচ্ছাসেবী সংগঠন।

অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সোমনাথ কর, গোলাম কাদের, মোঃ ইমরান হোসেন।

advt 19

 

Previous articleএয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে কাবুল থেকে ভারতে ফিরল ৭৮জন যাত্রীর সঙ্গে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থসাহিব
Next articleকেন্দ্রীয় সরকারের একচেটিয়া বেসরকারিকরণের বিরুদ্ধে সরব তৃণমূল