Saturday, August 23, 2025

জলপাইগুড়ি হাসপাতাল এক তরুণের মৃত্যু ঘিরে প্রবল গোলমাল হয়। মৃত ওই তরুণের পরিবারের অভিযোগ করোনা‌য় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার । এবং এক্ষেত্রে হাসপাতালের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।

বুধবার সকালে  এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি‌ সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃতের পরিবারের লোকেরা বিক্ষোভ দেখান হাসপাতালে‌র সামনে। খবর পেয়ে ঘটনা‌স্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে মৃত তরুণের নাম সুবীর মুন্ডা। জলপাইগুড়ি‌র রংধামালি সংলগ্ন জয়পুর চা-বাগানের বাসিন্দা ছিলেন তিনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান হেমব্রম বলেন, রাতে প্রচণ্ড জ্বরে ভুগছিল ছেলেটি। ভোর পাঁচটা‌র সময় তাঁকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন ছেলেটি‌র করোনা হয়েছে। কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। কিন্তু এরপর চার ঘন্টা কেটে গেলেও কোনও অ্যাম্বুলেন্স না মেলায় তাকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। চার ঘন্টা ধরে হাসপাতালে‌র সামনে পড়ে থেকে শেষ পর্যন্ত মৃত্যু ঘটে তার। এরপর জরুরী বিভাগের ওয়ার্ড মাস্টার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের পরিবারের লোকজন। ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...

কাদের নিয়ে দুর্নীতি থামাবেন: বিজেপির চার মহারথীর তথ্য তুলে তুলোধনা তৃণমূলের

দুর্নীতি দমনে মোদির মিথ্যাচার বারবার ফাঁস করেছে তৃণমূলই। অথচ বারবার বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে অন্য দলের নেতারা যেভাবে...

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...
Exit mobile version