বিনোদ কুমার (Vinod kumar) ব্রোঞ্জ পদক নিশ্চিত করতেই টোকিও প্যারালিম্পিক্সে ( Tokyo Paralympics) তৃতীয় পদক পেল ভারত( India)। আর এই জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভেসে যান তিনি। বিনোদ কুমারকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ( president of india ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee)।

রাষ্ট্রপতি এদিন টুইটারে লেখেন,” টোকিও প্যারালিম্পক্সে বিনোদ কুমারের ব্রোঞ্জ পদক জয়ের জন্য অনেক শুভেচ্ছা। তোমার জন্য ভারত গর্ববোধ করছে। ”
Congratulations to Vinod Kumar for winning bronze at Paralympics. You have done India proud with your podium finish. I appreciate your grit and determination. May you scale greater heights of success.
— President of India (@rashtrapatibhvn) August 29, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” বিনোদ কুমারকে অনেক অভিনন্দন দেশকে পদক এনে দেওয়ার জন্য। বিনোদের কঠোর পরিশ্রম অসাধারণ সফলতা দিয়েছে।”

India is rejoicing thanks to Vinod Kumar’s stupendous performance! Congratulations to him for the Bronze Medal. His hard work and determination is yielding outstanding results. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 29, 2021
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় লেখেন,” অনেক অভিনন্দন বিনোদ কুমারকে। অসাধারণ সাফল্য। ”


Yet another proud moment for India!
Congratulations to Vinod Kumar for winning the bronze medal at #TokyoParalympics. With such grit and dedication you have won hearts world over.
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2021
আরও পড়ুন:টোকিও প্যারালিম্পিক্সে তৃতীয় পদক ভারতের, ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ পদক জয় বিনোদ কুমারের
