নারী ক্ষমতায়নে মমতার প্রকল্পের সাহায্যে এগিয়ে আসতে পারে বিশ্বব্যাঙ্ক

বাংলার মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerhee) মস্তিষ্ক প্রসূত কন্যাশ্রী (Kanyashree), রূপশ্রীর (Ruposhree) মতো জনপ্রিয় প্রকল্পগুলি ইতিমধ্যেই বিশ্বের দরবারে স্বীকৃত লাভ করেছে। আন্তর্জাতিক সম্মান আদায় করে শুধু বাংলা দেশের নাম উজ্জ্বল করেছে। মুখ্যমন্ত্রীর প্রকল্পের অনুকরণে বিশ্বের অনেক দেশের প্রকল্প চালু হয়েছে। বিধবাভাতা থেকে স্বাস্থ্যসাথী কার্ডের (Swastho Sathi Card) মাধ্যমে মহিলাদেরকে সামনের সারিতে তুলে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রকল্পগুলোর জন্য বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ করতে হয়েছে রাজ্য সরকারকে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার ইতিমধ্যেই মহিলাদের উন্নয়নে একগুচ্ছ প্রকল্প নিয়েছে। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের (Laxmi Bhandar) জনপ্রিয়তা তুঙ্গে। এখন চলছে এই প্রকল্পের আবেদন পর্ব। এবার রাজ্যের মহিলাদের ক্ষমতায়নে (Women Empowerment) নেওয়া এমন সব প্রকল্পে আর্থিক সাহায্য করতে চায় বিশ্ব ব্যাংকও (World Bank)। মহিলাদের সামাজিক সুরক্ষার জন্য “উইমেনস এমপাওয়ারমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম”-এ রাজ্য সরকার প্রায় সাড়ে ১২ কোটি মার্কিন ডলার সাহায্য পেতে পারে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

আরও পড়ুন- পানাগড়ে ৪০০ কোটি বিনিয়োগে নতুন কারখানা, শিলান্যাসে মঙ্গলবার দুর্গাপুর সফরে মুখ্যমন্ত্রী

অন্যদিকে, বিগত কয়েক বছরে অর্থনৈতিক ক্ষেত্রে রাজ্যের যে বৃদ্ধি ঘটেছে তা ছাপিয়ে গিয়েছে দেশের গড় বৃদ্ধির হারকেও। যেখানে ২০১৭-১৮ সালে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ, সেখানে রাজ্যে এই হার ৮.৯ শতাংশ। ২০১৮-১৯ সালে এই বৃদ্ধি যেখানে দেশের ছিল ৬.৮ শতাংশ, সেখানে রাজ্যে ১২.৬ শতাংশ। রাজ্যে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে প্রায় ২.৬ শতাংশ হারে। সমীক্ষা বলছে, ২০৪১ সালে রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ হবে বয়স্ক নাগরিক। তবে মহিলাদের কাজে যোগ দেওয়া বা ‘’ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন” জাতীয় গড়ের থেকে অনেকটাই কম। তাই একদিকে বাড়তে থাকা বয়স্ক মানুষদের পেনশন ও চিকিৎসা খরচ জোগানো এবং কর্মক্ষেত্রে মহিলাদের আরও বেশি অংশীদার করে তুলতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার। আর তার জন্যই নতুন নতুন প্রকল্প আনছে রাজ্য। বিশেষ করে মহিলাদের স্বনির্ভর ও তাঁদের ভবিষ্যত সুরক্ষায় এই প্রকল্পগুলি বিশেষ কার্যকরী ভূমিকা নেবে বলেই বিশ্বাস সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন- ত্রিপুরায় আহত তৃণমূল কর্মীকে দেখতে এসএসকেএমে অভিষেক advt 19