টেট পরীক্ষার প্রশ্ন ভুল, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে জরিমানা হাইকোর্টের

calcutta high court
কলকাতা হাইকোর্ট

টেট পরীক্ষার প্রশ্নভুল মামলায় প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতিকে আর্থিক জরিমানা করল কলকাতা হাইকোর্ট৷ মোট ১৯জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে মোট তিন লক্ষ আশি হাজার টাকা জরিমানা দিতে হবে প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতিকে ব্যক্তিগত ভাবে৷

শুক্রবার হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জরিমানার পাশাপাশি এদিন তুলোধনা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ওই পরীক্ষার মোট ৬টি প্রশ্ন ছিল৷ পর্ষদ ভুল ব্যাখাও দিয়েছে আদালতে৷ বিচারপতি বলেছেন, পর্ষদের ভুলের জন্যই পরীক্ষার্থীরা আদালতমুখী হয়েছে৷
একইসঙ্গে আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৭ দিনের মধ্যে পরীক্ষার্থীদের ভুল প্রশ্নের উত্তরে ফুল মার্কস দিতে হবে ৷ নম্বর দেওয়ার পর ৭ দিনের মধ্যে নিয়োগে বিবেচনা করারও নির্দেশ দিয়েছেন। এদের প্রয়োজনবোধে চাকরিও দিতে হবে ৭ দিনের মধ্যে।

আরও পড়ুন:বিদ্যুতের অভাবে যোগদান প্রক্রিয়া ব্যাহত ত্রিপুরায়, বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল

২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে ৬টি প্রশ্ন সঠিক কিনা তা যাচাই করার নির্দেশ দিয়েছিলেন।বিশ্ব ভারতী জানায়, ৬টি প্রশ্নই ভুল। তখনই বিচারপতি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যাঁরা যাঁরা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তাদেরই পুরো নম্বর দিতে হবে।

advt 19

 

Previous articleবিদ্যুতের অভাবে যোগদান প্রক্রিয়া ব্যাহত ত্রিপুরায়, বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল
Next articleভোট পরবর্তী অশান্তি : সিট-এর চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি