পিছোল তালিবানের সরকার গঠন, তালিবানের পৈশাচিক উল্লাসে প্রাণ গেল ১৮ জনের

ঘণ্টায় ঘণ্টায় পাল্টাচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। গোটা আফগানিস্তান তালিবানের দখলে এলেও ব্যতিক্রম ছিল পঞ্জশির। কিন্তু শনিবার সকালে তালিবানের দাবি, তারা পঞ্জশির দখল করেছে। শুধু তাই নয়, জয়োল্লাসে একের পর এক শূন্য গুলি চালাতে থাকে জঙ্গিরা। গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১৮ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৪১ জন। তালিবানের এই পৈশাচিক উল্লাস দেখে শিউরে উঠেছে গোটা দুনিয়া।

যদিও তালিবানের পঞ্জশির জয়ের দাবি উড়িয়ে দিয়েছেন দেশের স্বঘোষিত প্রেসিডেন্ট আমারুল্লা সালেহ। তিনি বলেছেন, পঞ্জশিরে জোর লড়াই চলছে। তবে তালিবান এখানে এখনও থাবা বসাতে পারেনি। নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ ট্যুইট করেছেন, পঞ্জশির দখলের খবর সম্পূর্ণ মিথ্যা। জেনে রাখবেন, যেদিন পঞ্জশির দখল হবে সেটাই আমার শেষ দিন। তবে তালিবানের দাবি, মাসুদ ও আমারুল্লা পঞ্জশির ছেড়ে পালিয়েছেন। যদিও সালেহ এবং মাসুদ দু’জনেই জানিয়েছেন, তাঁরা পঞ্জশিরেই আছেন। এদিনই দেশের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই নর্দার্ন অ্যালায়েন্স ও তালিবান উভয়পক্ষকেই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে অনুরোধ করেছেন।

এরই মধ্যে শনিবার বিকেলে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, খুব সম্ভবত তাঁরা দু-একদিনের মধ্যেই সরকার গঠনের খবর জানাবেন। জানিয়ে দেবেন নতুন মন্ত্রীদের নাম। এই মুহূর্তে নতুন মন্ত্রীদের নাম এখনও চূড়ান্ত হয়নি। সে কারণেই তাঁরা এখনই কোনও মন্ত্রীর নাম ঘোষণা করছেন না।
তালিবানের জমানায় এমনিতেই নারীরা চরম সংকটে পড়েছেন। এরই মধ্যে সেদেশের যৌনকর্মীদের সংকট আরও বাড়তে চলেছে। সূত্রের খবর, তালিবানের পক্ষ থেকে দেশের যৌনকর্মীদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। যাঁরা যৌন পেশায় যুক্ত আছেন, তালিবানরা তাঁদের মৃত্যুদণ্ড দিতে চায়। দেশের কোন কোন এলাকায় যৌনকর্মীরা লুকিয়ে থাকতে পারেন ইতিমধ্যেই তার খোঁজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি পর্ন সাইটগুলিতে চলছে তল্লাশি।

আরও পড়ুন- ভবানীপুরে কী প্রার্থী দেবে কংগ্রেস? কলকাতায় এসে যা জানালেন AICC নেতা সলমান খুরশিদ

advt 19

 

Previous articleভবানীপুরে কী প্রার্থী দেবে কংগ্রেস? কলকাতায় এসে যা জানালেন AICC নেতা সলমান খুরশিদ
Next articleতালিবানের উত্থানে পাক মদত, আমেরিকার কাছে অভিযোগ বিদেশসচিবের