হাইকোর্টের নির্দেশ মানল না বিশ্বভারতী , ৩ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ

কলকাতা হাইকোর্ট (Kolkata High court) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visvabharati university) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল তিন ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার কিন্তু বাস্তবে তার বিপরীত পদক্ষেপ করা হলো । ৩ পড়ুয়াকে বহিষ্কারের নির্দেশে স্থগিতাদেশ জারি করল বিশ্বভারতী । কিন্তু প্রত্যাহার করা হল না । ফলে বিশ্বভারতীকাণ্ডে সমাধান তো হলোই না উল্টে নতুন করে অশান্তিতে ইন্দন দিল কতৃপক্ষ। কলকাতা হাই কোর্টের নির্দেশের ৫০ ঘণ্টা পরেও বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের পরিবর্তের স্থগিতাদেশ জারি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

 

 

তিন পড়ুয়া অর্থনীতি বিভাগের সোমনাথ সৌ, ফাল্গুনী পান এবং সংগীত ভবনের রূপা চক্রবর্তীকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। পরবর্তীতে সাসপেনশন বর্ধিত করা হয়। তারা সাসপেন্ড থাকাকালীন তিন পড়ুয়াকে ৩ বছরের জন্য বহিষ্কার করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব পড়ুয়ারা। তাঁদের দাবি, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakrabarty) বিশ্ববিদ্যালয়ে ‘যথেচ্ছাচার’ করছেন। শুরু হয় প্রবল ছাত্র আন্দোলন উপাচার্য বাড়ির সামনে ঘেরাও এবং আন্দোলনে বসে পড়ে পড়ুয়ারাও মুক্ত হতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ

 

 

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) পড়ুয়াদের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। তবে কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও 3 পরবর্তী ক্লাসে ফিরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি এখনো গত বৃহস্পতিবার ই-মেলের মারফত বিশ্বভারতী কর্তৃপক্ষকে ক্লাস যোগের ইচ্ছাপ্রকাশের কথা জানান বহিষ্কৃত পড়ুয়ারা। তারই পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করা হয়। তবে বহিষ্কারের সিদ্ধান্ত এখনও প্রত্যাহার করা হয়নি। আবারও যেকোনও কারণ উল্লেখ করে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করার আশঙ্কায় ওই তিন পড়ুয়া।

advt 19

Previous article৭ ঘণ্টা পেরলেও নেভেনি FCI গুদামের আগুন, দমকল মন্ত্রী পোর্ট ট্রাস্টের গাফিলতির অভিযোগ করলেন
Next articleভুয়ো ভ্যাকসিনকাণ্ডে এবার দেবাঞ্জনের বাড়িতে আয়কর অফিসারদের তল্লাশি