শহরের প্রাণকেন্দ্রে ‘জাগো বাংলা’ স্ট্যান্ড

তৃণমূল কংগ্রেসের মুখপত্র দৈনিক ‘জাগো বাংলা’ স্ট্যান্ড এর উদ্বোধন হলো বিধাননগর হাডকো মোড়ে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়,বিধায়ক তাপস রায়, স্বপন সমাদ্দার , জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্ত , সাংসদ ডা: শান্তনু সেন, ৩২ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শান্তিরঞ্জন কুণ্ডু, শ্রেয়া পাণ্ডে, পিয়াল চৌধুরী ও আর অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ। বিভিন্ন ওয়ার্ডের কোঅর্ডিনেটররাও উপস্থিত ছিলেন । আগামী দিনে এই ধরণের আরও স্ট্যান্ডের উদ্বোধন হবে শহরের অন্যত্র বলে জানান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত সবাই সাংসদকে শুভেচ্ছা জানান।


তাপস রায় বলেন, কোনও প্রতিকূলতাই তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে না। সাধারণ মানুষ যাতে দৈনিক মুখপত্র জাগো বাংলা প্রত্যেক দিন পড়ার সুযোগ পান, সেই উদ্দেশ্যেই এই স্ট্যান্ডের উদ্বোধন ।নতুন রূপে ‘জাগো বাংলা’ যেভাবে জনপ্রিয়তার শিখরে পৌঁছাচ্ছে তারও ভূয়সী প্রশংসা করেন সবাই ।

আরও পড়ুন- চলতি মেয়াদে ১৯ সাংসদকে হারালো জাতীয় সংসদ

advt 19

 

Previous articleকরোনা আবহে বিশ্বকর্মা পুজো কমেছে , মাথায় হাত মৃৎশিল্পীদের
Next article‘স্যার আমার বোনকে বাঁচান’, অফিসারের গাড়ির সামনে বসে আর্তি ডেঙ্গি আক্রান্তের দিদির