Tuesday, December 23, 2025

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল আলিপুর, দার্জিলিং চিড়িয়াখানা ও HMI

Date:

Share post:

করোনার বাড় বাড়ন্তে এতদিন বন্ধ ছিল চিড়িয়াখানা। আজ, বুধবার থেকে ফের খুলল আলিপুর চিড়িয়াখানা, দার্জিলিং চিড়িয়াখানা এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট(HMI)। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল। পুজোর ঠিক আগে চিড়িয়াখানা খুলে যাওয়া স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর কাছে তা খুশীর খবর।

আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে প্রবেশের সময় দর্শকদের মানতে হবে স্বাস্থ্যবিধি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মূল গেটের মুখেই থার্মাল গান দিয়ে প্রত্যেক দর্শকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। প্রত্যেকের মাস্ক থাকা আবশ্যিক। ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। চিড়িয়াখানার ভিতরে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক, এমনটাও জানানো হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। সূত্রের খবর, চিড়িয়াখানায় একসঙ্গে ১০-১২ হাজার দর্শক প্রবেশ করলে সমস্যার কোন‌ও কারণ নেই। তবে বৃষ্টির মরশুমে এত দর্শক একসঙ্গে আসবেন না বলেই মনে করছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পরীক্ষামূলক ভাবে শুরু “দুয়ারে রেশন”, পাইলট প্রকল্পে ১৫ শতাংশ ডিলার

অন্যদিকে দার্জিলিং চিড়িয়াখানা ও ইনস্টিটিউট সকাল ১০টায় খুলতেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তবে করোনা প্রতিরোধ নিয়ম মেনে স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে।
দার্জিলিঙের পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক এবং এইচএমআই একই চত্বরে অবস্থিত। কোভিডের কারণে তা দীর্ঘদিন বন্ধ থাকলেও চিড়িয়াখানায় রেড পান্ডার ছানার জন্ম কিংবা ভাল্লুকের খুনসুটির ছবি কর্তৃপক্ষ ভিডিওর মাধ্যমে ফেসবুক পেজে দিয়েছেন। তা দেখেই কৌতুহল বেড়েছে উৎসাহীদের। ফলে, চিড়িয়াখানা খুলতেই ভিড় শুরু হয়েছে।
advt 19

 

spot_img

Related articles

বৈদিক মন্ত্রপাঠ থেকে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা, শান্তিনিকেতনের শুরু পৌষমেলা

চিরাচরিত রীতি মেনে মঙ্গলের সকালে শান্তিনিকেতনের শুরু পৌষমেলা। রবীন্দ্র সংগীতের সুরে মুখরিত বিশ্বভারতী চত্বর (Visva Bharati University Campus)।...

চিংড়িঘাটা মেট্রো নিয়ে ‘ডেডলাইন’ হাই কোর্টের! ৩ রাত রাজ্যের দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ। মঙ্গলবার কলকাতা হাই...

ট্রেনের শৌচাগারের পাশে বসে সফর! ওডিশার কুস্তিগীরদের করুণ অবস্থা

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে ক্রীড়াবিদদের করুণ অবস্থা। জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া ওডিশার খেলোড়ায়দের (Odisha Wrestlers) করুণ...

হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ দোষীর আমৃত্যু কারাদণ্ড, বাকি ৬জনকেও শাস্তি

নদিয়ার (Nadia) হাঁসখালিতে (Hanskhali) নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ তিন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল রানাঘাট মহকুমা আদালত (Ranaghat Sub-divisional...