জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য পরিকাঠামো‌ উন্নয়ন নিয়ে  বৈঠক

জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য পরিকাঠামো‌ উন্নয়ন নিয়ে বৈঠক। বৈঠকে ছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিক সহ পূর্ত দফতর ও পুরসভার আধিকারিকরা এবং জেলাশাসক মৌমিতা গোদারা বসু। বৈঠক শেষে জেলাশাসক বলেন, রাজ‍্য স্বাস্থ্য দফতরের নির্দেশ অনুযায়ী এস‌এনসি‌ইউ বিভাগ সহ স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের পরিকাঠামো‌গত উন্নয়ন ঘটানো হচ্ছে। হাসপাতালে‌র বিভিন্ন বিভাগের বেড বাড়ানো হচ্ছে। এইসব কাজের বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ পূর্ত দফতর ও পুরসভার আধিকারিক‌দের সঙ্গে বৈঠক করা হয়েছে। পূর্ত দফতরের পক্ষ থেকে যেসব কাজ করা হবে তা নিয়ে ইঞ্জিনিয়ার‌দের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। অক্টোবর মাসে‌র দ্বিতীয় সপ্তাহের মধ্যে যাতে সমস্ত কাজ শেষ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে পূর্ত দফতর আধিকারিক‌দের। বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভা বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল, জেলা‌র উপ মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ১ জ্যোতিষচন্দ্র দাস সহ পূর্ত দফতর বিভিন্ন আধিকারিক‌রা।

advt 19

 

 

Previous articleসমুদ্রপথে চিনা আগ্রাসন ঠেকাতে নিরাপত্তা জোট আমেরিকা-ব্রিটেন- অস্ট্রেলিয়ার
Next articleনির্যাতিতাদের মনের চাপ কমাতে অভিনব সাজে সাজানো হল ইংরেজবাজার মহিলা থানাকে