“এই তো সবে শুরু…”! বাবুলের তৃণমূল যোগ নিয়ে মুচকি হেসে ছোট্ট প্রতিক্রিয়া অভিষেকের

ভবানীপুর উপনির্বাচনের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের আজ, শনিবার আনুষ্ঠানিক ভাবে জনসংযোগ ও প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন শরৎ বোস রোডে বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। মূলত হিন্দিভাষী অবাঙালি মানুষজনের সঙ্গে মিলিত হন অভিষেক। নিজের বক্তব্যের পর তাঁদের প্রশ্নের জবাব দেন।

বৈঠক শেষে অভিষেক বেরিয়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান নিয়ে মুখ খোলেন তিনি। আর কারা লাইনে আছে, মুচকি হেসে অভিষেকের ছোট্ট জবাব, “এই তো সবে শুরু। দেখুন কী হয়”!

আরও পড়ুন- রাজ্যসভা উপনির্বাচনে সোনোয়াল ও মুরুগানকে প্রার্থী ঘোষণা করল বিজেপি

প্রসঙ্গত, রাজনৈতিক মহলকে চমকে দিয়ে শনিবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলে যোগ দেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান। গোটা যোগদান পর্ব কার্যত গোপন রাখা হয়েছিল। এরপর তৃণমূলের অফিসিয়াল টুইট পেজে ছবি সহকারে তা প্রকাশ করা হয়। রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। তারপর সন্ধ্যায় লক্ষ্মীনারায়ণ মন্দিরের অনুষ্ঠান শেষে অভিষেকের ছোট্ট প্রতিক্রিয়া, “এই তো সবে শুরু, দেখুন কী হয়”!

আরও পড়ুন- ফোকাস দিদিতে, ভবানীপুরের লড়াইয়ে প্রিয়াঙ্কার পদবী বাদ বিজেপির, কটাক্ষ তৃণমূলের

এদিন লক্ষ্মীনারায়ণ মন্দিরে হিন্দিভাষীদের বৈঠকেও অভিষেক বাবুল সম্পর্কে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে দেখায়। তাই তো বাবুল সুপ্রিয়ের মতো সাংসদরাও এখন মুখ্যমন্ত্রী হাত ধরছে। তাঁর সঙ্গে কাজ করতে চাইছে। এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতের ছবি।

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচনে প্রচারে গিয়ে স্থানীয়দের রোষের মুখে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল advt 19

 

Previous articleফোকাস দিদিতে, ভবানীপুরের লড়াইয়ে প্রিয়াঙ্কার পদবী বাদ বিজেপির, কটাক্ষ তৃণমূলের
Next articleদল বদলের আধঘণ্টার মধ্যেই টুইটার থেকে মোদির মুখ “ডিলিট” বাবুলের