দল বদলের আধঘণ্টার মধ্যেই টুইটার থেকে মোদির মুখ “ডিলিট” বাবুলের

শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তৃণমূল শিবিরে যোগদানের পরেই বদলে গেল বাবুল সুপ্রিয়র টুইটারের কভার ছবি। সরে গেল বিজেপি নেতাদের সঙ্গে বাবুলের ছবি। সেই জায়গায় এল নিজেকে সম্মান জানানোর মন্তব্য সম্বলিত ছবি।

একুশের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জের বিজেপির হয়ে লড়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই সময় তাঁর টুইটারের কভারে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে তাঁর ছবি। শনিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই বদলে গেল টুইটারের কভার ছবি। আগের বিজেপি নেতাদের সঙ্গে তাঁর ছবি সরল। এখন সেই কভারে লেখা, তোমায় অসম্মান করে কেউ স্বাছন্দ্য পেতে পারে না (Don’t let someone get comfortable with disrespecting you)। নাম না করে আসানসোলের সাংসদ বুঝিয়ে দিতে চেয়েছেন, বিজেপি তাকে অসম্মান করেছে। তবে কে বা কারা তাঁকে ‘অসম্মান’ করেছে, তা নিয়ে আপাতত জল্পনার জল গড়াচ্ছে।

আরও পড়ুন- ফোকাস দিদিতে, ভবানীপুরের লড়াইয়ে প্রিয়াঙ্কার পদবী বাদ বিজেপির, কটাক্ষ তৃণমূলের

advt 19

 

Previous article“এই তো সবে শুরু…”! বাবুলের তৃণমূল যোগ নিয়ে মুচকি হেসে ছোট্ট প্রতিক্রিয়া অভিষেকের
Next articleসোমে দেখা নেত্রীর সঙ্গে, দল চাইলে ভবানীপুরে প্রচারে যাবেন: জানালেন বাবুল