৫২ টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমতি

খায়রুল আলম , ঢাকা

দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। আর এই পুজোর মরসুমে ৫২ টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়।

প্রত্যেক প্রতিষ্ঠানকে ৪০ টন করে মোট ২ হাজার ৮০ টন মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছে।সময়সীমা আগামী ১০ অক্টোবর পর্যন্ত । আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রককে একটি চিঠিতে বলা হয়েছে , আসন্ন দুর্গাপুজোা উপলক্ষে ইলিশ মাছ রফতানি বিষয়ে যে আবেদন করা হয়েছিল, সেগুলি থেকে বাছাই করে শর্ত সাপেক্ষে ৫২ টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেওয়া হলো।

আরও পড়ুন- গান্ধী জয়ন্তীতেই কংগ্রেসের হাত ধরবেন কানাইয়া কুমার-জিগ্নেশ মেভানি

ইলিশ রফতানির শর্তে বলা হয়েছে, রফতানি নীতি ২০১৮-২০২১ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রফতানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। শেষে রফতানি সংক্রান্ত কাগজপত্র রফতানি-২ অধিশাখায় দাখিল করতে হবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ পাঠানো যাবে না। তবে সরকার মাছ ধরা ও পরিবহণের ক্ষেত্রে কোনও বিধি-নিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতি বাতিল হবে। এই অনুমতি কোনওভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক ছাড়া সাব-কন্ট্রাক্টে রফতানি করা যাবে না।

 

advt 19

 

Previous articleএবার রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত ৮ আহত ৬
Next articleমুকুলের জায়গায় বসিয়ে গুরুত্ব হ্রাস, মন্ত্রিত্বও পেলেন না দলে “কোণঠাসা” দিলীপ