গঙ্গার ভাঙনে ভাঙল ‘গঙ্গা দর্শন’-এর একাংশ, আতঙ্কিত বাসিন্দারা

গঙ্গার ভাঙনে শ্রীরামপুরের (Shrirampur) বহুতলের একাংশ ভেঙে পড়ল। যে কোন সময় আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা। ওই আবাসনের বাসিন্দা তৃণমূল (Tmc) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। গঙ্গার ভাঙনে আতঙ্কিত বহুতলের আবাসিকরা। হঠাৎই আবাসনের পূর্বদিকের গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। 1999 সালে তৈরি এই আবাসনে 75 টি পরিবারের বাস। এই আবাসনের বাসিন্দা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি মাঝেমধ্যে থাকেন ওই আবাসনে। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান শ্রীরামপুর পুরসভার প্রশাসক ও জেলা সেচ দফতরের আধিকারিকরা। গঙ্গা লাগোয়া শ্রীরামপুরের ‘গঙ্গাদর্শন’ নামের এই বহুতলের নীচের অংশে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। ফলে আতঙ্কিত আবাসিকরা।

 

ইতিমধ্যেই আবাসনের তরফে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু হবে। তবে আবাসিকদের আর্জি, সরকারি উদ্যোগে স্থায়ী সমাধান করা হোক। তবে যে ভাবে গঙ্গার ভাঙন শুরু হয়েছে চাঁপদানি থেকে শ্রীরামপুর গঙ্গা তীরবর্তী এলাকায়। তাতে আবাসনের আবাসিকরা ইতিমধ্যেই আবাসন ছেড়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন।

 

advt 19

Previous articleবেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ
Next article‘নাসাফকে হারানোর মত শক্তি আমাদের আছে’: হাবাস