Monday, November 10, 2025

ভবানীপুর থেকেই শুরু ভারতবর্ষ: সর্ব-ধর্মের জয়গান, কৃষক সমাজকেও বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভবানীপুরে দ্বিতীয় দিনের প্রচারে মুখ্যমন্ত্রীর গলায় সর্ব-ধর্মের জয়গান। পাশে থাকার বার্তা কৃষক সমাজেরও। এদিন চক্রবেড়িয়ার সভায় মঞ্চে উঠেই তৃণমূল তৃণমূল নেত্রী বলেন, “এই জায়গাটি মিনি ইন্ডিয়া। যেন ছোটখাটো ভারতবর্ষ। সব ধর্মের, সব বর্ণের মানুষের বসবাস। আমি কৃতজ্ঞ। সবাই আমাকে সাহায্য করেন। দুর্গাপুজো, কালীপূজা, গুরুনানক, জৈন, সব ধর্মের সব মানুষের সহাবস্থান। আসলে ভবানীপুর থেকে ভারত শুরু হয় ভারতবর্ষ। V ফর ভবানীপুর, V ফর ভারত।”

তিনি আরও বলেন, “আমরা সব ধর্মের মানুষকে সুযোগ দিই। সবার পাশে থাকি। পুরোহিতদের ভাতা দিই। স্কুলের বাচ্চাদের জুতো থেকে ব্যাগ সব দিচ্ছি। ট্যাব দিচ্ছি। কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী সব দিচ্ছি। আমরা কৃষকদের পাশেও আছি। কৃষকদের জন্য অনেক আন্দোলন করেছি। ওই জন্যই তো নন্দীগ্রামে গিয়েছিলাম। কিন্তু সেখানে ষড়যন্ত্র করছে। তার জবাব দিতে হবে। যতদিন বাঁচবো মানুষের জন্য ভালো কাজ করে যাবো। মানুষের জন্য ভালোবাসা দরকার।”

এরপর মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত উত্তর প্রদেশে নদীতে মৃতদেহ ভাসানোর প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “উত্তর প্রদেশের গঙ্গায় ফেলে দেওয়া মৃতদেহ মালদায় ভেসে উঠেছিল। আমরা কিন্তু সম্মান দিয়ে শেষকৃত্যের ব্যবস্থা করেছি। মৃতদেহকে সম্মান দিয়েছি। আমাদের এখানেও করোনায় অনেকে মারা গেছেন, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি সকলকে সুষ্ঠ করে তোলার। মৃতদেহকে অসম্মান করে নদীতে ভাসিয়ে দিইনি।”

বিজেপি কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আগের ভোটে অনেক অত্যাচার হয়েছে। জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। নন্দীগ্রামে এমন ভাবে চোট করা হলো দেড় মাস হুইল চেয়ারে বসে প্রচার করেছি। সেদিন আমার গলাও কেটে যেতে পারতো।
৫০টি আসন বিজেপি গায়ের জোরে জিতেছে। দিল্লি থেকে ডেইলি পাসেঞ্জারি করেছে ওদের নেতারা। চক্রান্ত না করলে ৩০টির বেশি আসন ওরা পায় না। কিন্তু মানুষ আমাদের জিতিয়েছেন। আমি ২২১ আসন ধরেছিলাম। সেরকমই হয়েছে। দুটি আসনে ভোট হয়নি। অনেকে আবার বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসছে। সংখ্যা সেই জায়গাতেই দাঁড়াচ্ছে।”

সবশেষে মুখ্যমন্ত্রী জানান, ভবানীপুরে ৯৯-১০০% ভ্যাকসিন হয়ে গেছে। বাংলা টিকাতে দেশের মধ্যে অনেক আগে। বাচ্চাদেরও টিকার ব্যবস্থা করবেন তিনি। জোগান ঠিক মতো পাওয়া গেলেই বাকি সবাইকে দ্রুত টিকা দেবে রাজ্য সরকার। এদিন তিনি ভবানীপুরের পুজো কমিটিগুলিকেও অভিনন্দন জানান। কোভিড বিধি মেনে সকলকে পুজো করার বার্তা দেন।

আরও পড়ুন:১ দিন ভোট দিন, ৫ বছর নিশ্চিন্তে থাকুন, “মিনি ইন্ডিয়া” চক্রবেড়িযায় আর্জি মমতার


 

spot_img

Related articles

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...