সাতসকালে কড়েয়ায় বিকট শব্দে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল! গুরুতর জখম ৪

ফের কলকাতা শহরে বিস্ফোরণ। এবার কড়েয়া থানার (Koreya PS) এলাকার ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেনের বাড়িতে সাতসকালে বিস্ফোরণ (Blast)। আজ, বৃহস্পতিবার সকাল ৬.৩০মিনিট নাগাদ বিকট শব্দে শব্দে কেঁপে ওঠে এলাকা। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ৪ জন। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

ভয়ঙ্কর শব্দ পেয়ে ওই বাড়ির সামনে ছুটে আসেন স্থানীয়রা। পাঁচতলা বিল্ডিংয়ের এক তলায় থাকতেন আনন্দ দাস, তাঁর স্ত্রী কিরণ দাস, তাঁদের ৯ বছরের সন্তান ও ১৬ বছরের ভাইজি। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। তার নিচে তিনজন চাপা পড়ে রয়েছে। আর একজন অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশিরা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কড়েয়া থানার পুলিশ, খবর যায় লালবাজার গোয়েন্দা দফতরে। ছুটে আসেন CESC কর্মীরাও। আসেন ফরেনসিক বিভাগের আধিকারিকরাও। প্রাথমিক তদন্তে দেখা যায় ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বা ইলেকট্রিকরের জন্য এই বিস্ফোরণ নয়। তাহলে ঠিক কারণে এমন বিকট শব্দে ভেঙে পড়ল দেওয়াল? খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

 

advt 19

 

 

 

Previous articleরাহুল – প্রিয়াঙ্কা অপরিণত! সিধুকে আটকাতে মরিয়া অমরিন্দর দলের বিরুদ্ধেই বিদ্রোহী
Next articleনিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে শোপিয়ানে নিহত ১ জঙ্গি