নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে শোপিয়ানে নিহত ১ জঙ্গি

ভোররাতেই উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান। জম্মু ও কাশ্মীরের শোপিয়ানের চিত্রগাম গ্রামে আজ কাকভোরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এরফলে এক জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত জঙ্গির নাম এনায়েত আহমেদ দার।

আরও পড়ুন:সাতসকালে কড়েয়ায় বিকট শব্দে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল! গুরুতর জখম ৪

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় শোপিয়ানের কেশওয়া অঞ্চলে এনায়েত আশরফ দার নামে এক জঙ্গি গুলি চালায়। তার গুলিতে আহত হন এক স্থানীয় এক ব্যক্তি। এরপরই জঙ্গির গুলি চালানোর খবর পেয়ে অভিযানে নামেন নিরাপত্তারক্ষীরা। কেশওয়া অঞ্চল ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা আত্মসমর্পণ করার বদলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপরই শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে এক জঙ্গি নিহত হয়। তার কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে ওই জঙ্গি এলাকাবাসীদের ভয় দেখাতো। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম জিবীর হামিদ ভাট। তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

advt 19

Previous articleসাতসকালে কড়েয়ায় বিকট শব্দে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল! গুরুতর জখম ৪
Next articleএবার আগরপাড়ায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের