প্রতি দু’বছর অন্তর বিশ্বকাপ? ফিফার প্রস্তাবে অশনি সঙ্কেত দেখছে উয়েফা

প্রতি দু’বছর অন্তর হতে পারে ফুটবল বিশ্বকাপ( Football World)। জানা যাচ্ছে, প্রতি চার বছর অন্তুর নয়, প্রতি দু’বছর অন্তর ফুটবল বিশ্বকাপ করতে চাইছে ফিফা(Fifa)। আর ফিফার এই প্রস্তাবে অশনি সঙ্কেত দেখছে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা( Uefa)। প্রতি দু’বছর অন্তর অন্তর ছেলে এবং মেয়েদের বিশ্বকাপ আয়োজন করা যায় কি না, তা নিয়ে ২০২১ সালের মে মাসে গবেষণা শুরু করে ফিফা। যদিও সেই রিপোর্ট এখনও আসেনি কারও সামনে।

উয়েফার মতে ২০২৮ সালের মধ্যেই বিশ্বকাপের সংখ্যা বাড়িয়ে দেবে ফিফা। আর এর ফলে অসুবিধায় পড়বে ইউরোপের ক্লাবগুলি। উয়েফার তরফে বলা হয়, চার বছর ধরে বিশ্বকাপের জন্য অপেক্ষা যে আকর্ষণ তৈরি করে ফুটবল অনুরাগীদের মধ্যে, দু’বছর অন্তর বিশ্বকাপ হলে তা কমে যেতে পারে। এছাড়াও তারা মনে করেছে দুর্বল দলগুলি বিশ্বকাপের মত মঞ্চে বেশি সুযোগ ও পাবে না। এছাড়াও উয়েফা মনে করছে, ফুটবলারদের বিশ্রামের সুযোগ কমে যাবে বিশ্বকাপের সংখ্যা বেড়ে গেলে।

এদিন উয়েফা বলে, “বিশ্বকাপ দু’ বছর অন্তর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়েও আমরা বিস্তারিত ভাবে আলোচনা করতে চাইব।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Previous articleএবার আগরপাড়ায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের
Next articleস্থিতিশীল কুণাল ঘোষ, বিকেলের বিমানে ফেরানো হতে পারে কলকাতায়