বিজেপি(BJP) শাসনের ত্রিপুরায়(Tripura) গণতন্ত্র বলে কিছু নেই, আইন-শৃংখলার চূড়ান্ত অবনতি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলিতো বটেই এমনকি শাসকদলের গুন্ডামি থেকে বাদ পড়ছে না প্রশাসনও। এহেন পরিস্থিতিতে ত্রিপুরা বিধানসভায় এই ইস্যুতে আলোচনার দাবি জানিয়েছিল সিপিআইএম। তবে এই ইস্যুতে আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছেন নতুন স্পিকার রতন চক্রবর্তী। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ওয়াক আউট করলেন সিপিআইএম(CPIM) বিধায়করা।

আরও পড়ুন:হাসপাতালে বসে গান গাইলেন ‘ফুটবল সম্রাট’ পেলে, চমকে গেলেন ভক্তরা

Opposition @cpimspeak MLAs walked out after ruckus in Tripura Assembly.
New Speaker Ratan Chakrabory denied their demand for discussion on deteriorating law & order and attacks on opposition political parties here as CM Biplab Kumar Deb had already declared to speak on it later. pic.twitter.com/piZSJXl9en
— Pinaki Das (@PinakiDas1975) September 24, 2021
বিগত কয়েকদিনে পরিস্থিতির দিকে যদি নজর দেখা যায় তাকে দেখা যাবে ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতখানি ভয়াবহ আকার নিয়েছে। বিজেপি আশ্রিত গুন্ডাদের দ্বারা হামলার শিকার হয়েছে বাম তৃণমূলের মত দলগুলি, বাদ পড়েনি সংবাদমাধ্যমও। শুধু তাই নয় গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও। এই পরিস্থিতি নিয়ে এগিয়ে দিন বিধানসভায় আলোচনার দাবি জানানো হয় বামেদের তরফে। তবে সে আবেদন খারিজ করে দেন স্পিকার রতন চক্রবর্তী। কারণ হিসেবে তিনি জানান, এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরে কথা বলবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। ফলে এই মুহূর্তে বিধানসভায় এই ইস্যুতে কোনো আলোচনা হবে না। স্পিকার বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ করার পরই বিধানসভার অন্দরে বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম বিধায়করা।
