৬০ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া শিখর ছুঁল সেনসেক্স, রেকর্ড গড়ল নিফটিও

🔹সেনসেক্স ৬০,০৪৮.৪৭ (⬆️ ০.২৭%)

🔹নিফটি ১৭,৮৫৩.২০ (⬆️ ০.১৭%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে রেকর্ড ভেঙে আরো ঊর্ধ্বমুখী হল ভারতের শেয়ার বাজার। অতীতের সব রেকর্ড ভেঙে ৬০০০০-এর গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড ছুঁল সেনসেক্স। একই রকমভাবে নয়া মাইলস্টোন ছুঁয়েছে নিফটিও।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে শুক্রবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৬০০০০-এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৬৩.১১ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,০৪৮.৪৭।

আরও পড়ুন:যে দল সবথেকে সৎ, সেই দলের নেতাদের বারবার ডাকা হচ্ছে: মমতা

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। দিনের শেষে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলে নিফটিও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিফটি ৩০.২৫ পয়েন্ট বা ০.১৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৮৫৩.২০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

advt 19

 

Previous articleযে দল সবথেকে সৎ, সেই দলের নেতাদের বারবার ডাকা হচ্ছে: মমতা
Next articleসিপিএম-কংগ্রেসকে কেস দেয়নি, সৎ-নির্ভীক পার্টি তৃণমূলকেই টার্গেট করেছে বিজেপি: মমতা