দিলীপ কে ফের কাঠগড়ায় তুলে এ কী বললেন বাবুল!

সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুলের তৃণমূলে যোগদান প্রসঙ্গে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা অব্যহত। এবার সরাসরি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বাবুল। তাঁর বক্তব্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে কয়লা মাফিয়াদের দলে ঢোকাচ্ছিলেন দিলীপ ঘোষ।

বিজেপিতে থাকাকালীনই দিলীপ-বাবুলের মধ্যে বাকযুদ্ধ লেগেই ছিল। তৃণমূলে যোগদানের পর বাবুলকে ‘পলিটিক্যাল ট্যুরিস্ট’ বলে তীব্র কটাক্ষ করেছিলেন দিলীপ। এবার দিলীপ প্রসঙ্গে মুখ খুললেন বাবুল সুপ্রিয়। তাঁর বক্তব্য, ‘রাজনীতির লোকদের দলে না নিয়ে দিলীপদা আসানসোল গিয়ে কয়লা মাফিয়াদের দলে নিচ্ছেন। প্রকাশ্যে তার বিরোধিতা করেছি। আজ তো তাদের আর দেখা যাচ্ছে না। দিলীপ দা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছেন, গিয়ে বারমুডা পরুন! এ ধরণের মন্তব্যকে সমর্থন করতে পারিনি’। বাবুল সুপ্রিয় আরও বলেন, ‘দিলীপ দা উল্টোপাল্টা মন্তব্য না করলে বাংলায় বিজেপি ৭৭ আসন নয়, অনেক বেশি আসন জিততে পারত। দিলীপ দার ভাষাবোধ কোনওদিন ভাল লাগেনি।’

প্রসঙ্গত, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই দিলীপ ঘোষকে কটাক্ষ করে বাবুল বলেছিলেন, ‘দিলীপ দার সঠিক বাংলা জানা প্রয়োজন। তাই দিলীপ দাকে বর্ণ পরিচয় উপহার দিতে চাই’। এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে বাবুলকে পাল্টা আক্রমণ করলেন বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাবুলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌যাঁরা বর্ণপরিচয় পড়েননি, তাঁরা পড়ুন। আমরা মেদিনীপুরের লোক। বিদ্যাসাগরও মেদিনীপুরের। বিদ্যাসাগর থেকে বর্ণপরিচয় আমরা কেন সারা দেশ পড়েছে। যাঁরা রাজনীতির বর্ণপরিচয় পড়লেন না, তাঁদের থেকে কী শুনব?’‌

আরও পড়ুন- বিদ্যাসাগরের জন্মদিনে বাঙালির ঘরে ঘরে পালিত হোক শিক্ষক দিবস, আবেদন বাংলা পক্ষের

advt 19

 

Previous articleমানববন্ধু-র উদ্যোগে বাঁচানোর তাগিদে বাঁচাতে শেখা
Next articleচেন্নাইয়ের বিরুদ্ধে ২ উইকেটে হার কলকাতার