ঘাটালে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু মহিলার

রাতভর প্রবল বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার করোঞ্জি গ্রামে মাটির দেওয়াল ধসে মৃত্যু হল এক গৃহবধূর। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে বৃষ্টির বিপর্যয় থেকে বাঁচাতে নিজের পুরনো জরাজীর্ণ বাড়ি ছেড়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই মহিলা এবং তার বাড়ির সদস্যরা।কিন্তু তাতেও শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতভর বৃষ্টি শেষে বুধবার ভোরে নিজের বাড়ির অবস্থা দেখতে এসেছিলেন গৃহবধূ প্রতিমা বাগ। আর ঠিক তখনই ঘটে গেলো সে বিপর্যয় হঠাৎই পুরোপুরি ভেঙে পড়ল মাটির দেওয়াল আর সেই মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ওই মহিলার।

 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। যার দরুন মঙ্গলবার রাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে । বুধবারও দিনভর দুর্যোগের আশঙ্কা রয়েছে। কখনও ভারী, কখনও হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরছে। তার জেরে বুধবার সারা দিন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

advt 19

Previous articleরাজ্যের চার জেলায় জারি লাল সতর্কতা, টানা বৃষ্টি চলবে কোথায় কোথায় জেনে নিন
Next articleঅবিরাম বৃষ্টিতে নাজেহাল রাজ্য, নবান্ন থেকে নজরদারি মুখ্যমন্ত্রীর