লাগাতার ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ২৮৬ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৯,১২৬.৩৬ (⬇️ -০.৪৮%)

🔹নিফটি ১৭,৬১৮.১৫ (⬇️ -০.৫৩%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। গত দুই দিন টানা ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবার ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ২৮৬ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:কুণালের টুইট-খোঁচা, শোরগোল বিজেপির অন্দরে

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -২৮৬.৯১ পয়েন্ট বা -০.৪৮ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৯,১২৬.৩৬। এনএসই নিফটি (NSE Nifty) -৯৩.১৫ পয়েন্ট বা -০.৫৩ শতাংশ নেমে হয়েছে ১৭,৬১৮.১৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

advt 19

 

Previous articleMBBS-এর স্নাতকোত্তরের সর্বভারতীয় প্রবেশিকার দু’টি পরীক্ষায় প্রথম বাঙালি চিকিৎসক অমর্ত্য সেনগুপ্ত
Next articleবাগান তাঁবুতে ব‍্যারেটো, নবসজ্জিত মোহনবাগান তাঁবু দেখে উচ্ছসিত সবুজ তোতা