চতুর্থী এবং পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

প্রতীকী ছবি

আবারো বৃষ্টি (Rainfall) । বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না বঙ্গবাসীর । পুজো (Durgapuja) এসে গেল । প্রত্যেক বাঙালির আশঙ্কা পুজোয় কি বৃষ্টি হবে না হবে না? কিন্তু আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে শনি ও রবিবার অর্থাৎ চতুর্থী এবং পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে। স্থান বিশেষে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে একটি নিম্নচাপ রয়েছে। তার সঙ্গে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে ।

ফলে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। সেই সঙ্গে রবি ও সোমবার কলকাতা শহর দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা হয়েছে রয়েছে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং মালদহে।

 

advt 19

Previous articleবৃহস্পতিবার পর্যন্ত বাতিল হল ৩৮ জোড়া ট্রেন!
Next articleসীমান্তে সেনা বাড়িয়েছে চিন, জানালেন দেশের সেনাপ্রধান নারাভানে