কলকাতা হাইকোর্টের রায়ে চাপে সিবিআই, আজই স্পিকারের সামনে হাজিরার নির্দেশ

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) রায়ে চাপে সিবিআই। স্পিকার (Speaker) একটি সাংবিধানিক পদ। তাঁর তলবে যেতেই হবে জানিয়ে দিল আদালত। সোমবার, বিকেল ৪টে নাগাদ সিবিআই (Cbi)-য়ের আধিকারিকদের স্পিকারের সামনে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandopadhyay) তলবের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল সিবিআই। এদিন সেই মামলায় হাইকোর্ট স্পষ্ট জানায়, স্পিকার একটি সাংবিধানিক পদ। তিনি ডাকলে হাজিরা দিতেই হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

রাজ্যপালের অনুমতি নিয়ে নারদ-কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে চার্জশিট দেয় CBI। স্পিকারকে না জানিয়ে কী ভাবে ওই পদক্ষেপ করা হল? প্রশ্ন তুলেই সিবিআই আধিকারিকদের ৪ অক্টোবর দুপুর ১টায় বিধানসভায় ডেকে পাঠান স্পিকার। কিন্তু স্পিকারের সামনে হাজিরা না দিয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সেখানেও অস্বস্তিতে সিবিআই। এদিন বিকেল ৪টে নাগাদ সিবিআই-য়ের আধিকারিকদের স্পিকারের সামনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

advt 19

 

 

Previous articleকোভিডে-মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, কেন্দ্রের এই প্রস্তাবে অনুমোদন সুপ্রিম কোর্টের
Next article“মন্ত্রীর ছেলে খুন করল আর গ্রেফতার আমি!” যোগী সরকারকে তীব্র আক্রমণ প্রিয়াঙ্কার