কৃষি আইনে স্থগিতাদেশ থাকলেও কেন বিক্ষোভ, কৃষকদের প্রশ্ন সুপ্রিম কোর্টের

Supreme Court

সোমবার তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী একটি কৃষক সংগঠনের দায়ের করা আবেদনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেখানে নয়াদিল্লির যন্তর -মন্তরে ‘সত্যাগ্রহ’ করার অনুমতির জন্য চেয়েছিল। সেখানে বিক্ষোভরত কৃষকদের আদালত জানায়, বিতর্কিত কৃষি আইন স্থগিত করা হয়েছে তাই এখনও কী কারণে প্রতিবাদ করছেন কৃষকরা?

এদিন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল লখিমপুর খেরির সহিংসতার কথাও উল্লেখ করেন যেখানে রবিবার আটজন নিহত হন। সুপ্রিম কোর্ট বলেছে, যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কেউ দায় নেয় না। বিচারপতি খানভিলকর বলেন, “যখন কারো জীবন নষ্ট হয় বা সম্পত্তির ক্ষতি হয়, তখন কেউই এর দায় নিতে এগিয়ে আসে না। যখন আইন বাস্তবায়ন হচ্ছে না তখন কেন আন্দোলন? ”

আরও পড়ুন-কোভিডে-মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, কেন্দ্রের এই প্রস্তাবে অনুমোদন সুপ্রিম কোর্টের

বিচারপতি এএম খানভিলকার এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ কৃষক বিক্ষোভ নিয়ে তারা বলেন, তিনটি কৃষি আইনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে ইতিমধ্যেই একটি আবেদন করা হয়েছে।

advt 19

 

Previous articleমলদ্বীপে সমুদ্রস্নানের ছবি দিয়ে বডিশেমিং -এর ট্রোলকে তুড়ি মেরে ওড়ালেন শুভশ্রী
Next articleকংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি! উপনির্বাচনে চার কেন্দ্রে একতরফা প্রার্থী ঘোষণা বামেদের