আরসিবিকে ৪ রানে হারাল কেন উইলিয়ামসনের দল

আইপিএলে( ipl) নিয়মরক্ষার ম‍্যাচে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ(sunrisers hyderabad)। এদিন তারা ৪ রানে জিতল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের ( rcb) বিরুদ্ধে। ম‍্যাচের সেরা কেন উইলিয়ামসন।

এদিনের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি আগেই প্লে-অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে। তবে প্রথম দুইয়ে থাকার দৌড়ে রয়েছে বলেই কোহলিদের কাছে ম‍্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। এদিন ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে ৪৪ রান করেন জেসন রয়। ১৩ রান করেন অভিষেক শর্মা। ৩১ রান করেন কেন উইলিয়ামসন। আরসিবির হয়ে ৩ উইকেট নেন হর্ষল প‍্যাটেল। ২ উইকেট নেন ক্রিশ্চিয়ান। এক রান করেন জর্জ গার্টন।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৭ গুটিয়ে যায় বিরাট কোহলির দল। আরসিবির হয়ে লড়াই চালান ম‍্যাক্সওয়েল এবং দেবদত্ত পাডিকাল। দেবদত্ত করেন ৪১ রান। ম‍্যাক্সওয়েল করেন ৪০ রান। ৫ রান করেন কোহলি। ডিভিলার্স করেন ১৯ রান। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, জেসন হোল্ডার, সিদ্ধান্ত কৌল, উমরান মালিক এবং রশিদ খান।

আরও পড়ুন:পাকিস্তানের জাতীয় দলের কোচ হতে নারাজ আক্রম