খুব শীঘ্রই অনুরাগীদের সুখবর দেবেন মিমি!! 

সুখবর ? সুখবর শুনলে প্রথমেই মাথায় আসে তাহলে কি অভিনেত্রী -সাংসদ মিমি এবার বিয়ের পিঁড়িতে? কিন্তু নায়িকা সাফ জানিয়ে দিয়েছেন বিয়ে নয়। বিয়ে তিনি আপাতত করছেন না। আর বিয়ে ছাড়াও জীবনে অনেক সুখবর হয়। তাহলে সেটা কি? আসলে আসন্ন পুজোয় মুক্তি পেতে চলেছে মিমির নতুন ছবি।

মিমি এবং জিত অভিনীত ‘বাজি’। গণেশ চতুর্থীর দিনই এ ছবির মুক্তির দিন ঘোষণা করেছিলেন জিৎ। সোশ্যাল মিডিয়াতে সেই আপডেট দিয়েছিলেন। সদ্য ইনস্টাগ্রামে জিতের সঙ্গে একটা ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন মিমি। সেখানে তিনি বলছেন, ‘নিজের যত্ন নিন। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। স্টে টিউনড।’ জিৎ বলেন, ‘সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখুন।’ বহুদিন পরে মিমির কোনও ছবি মুক্তি পেতে চলেছে। সে কারণেই অপেক্ষায় রয়েছেন দর্শক।

আর লম্বা বিরতির পর পর্দায় ফিরছেন । তাই এই ছবি নিয়ে মিমিও বেশ রোমাঞ্চিত।

আসলে একদিকে সাংসদ, অন্যদিকে অভিনয়। এই দুই নিয়ে প্রবল ব্যস্ত মিমি। যখনই প্রয়োজন হয়েছে তিনি সঙ্গে সঙ্গে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। অভিনয় এবং রাজনীতি সমান তালে ব্যালান্স করে চলছেন তিনি।

&nbs advt 19