শনিবার থেকে চাঁদ, শুক্র, বৃহস্পতি, শনিকে একসঙ্গে দেখা যাবে খালি চোখেই

শনিবার থেকে চাঁদ (Moon) , শুক্র (Venus) , বৃহস্পতি (Jupiter), শনিকে (Saturn) একসঙ্গে দেখা যাবে খালি চোখেই । শনিবার মহাচতুর্থীর (Durga Puja) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার নবমীর ভোররাত পর্যন্ত আকাশে এই মহাজাগতিক দৃশ্য (Astronomical view) দেখা যাবে। ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ভারত-সহ গোটা উত্তর গোলার্ধের আকাশে দেখা যাবে চাঁদ, শুক্র, বৃহস্পতি ও শনিকে।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) শনিবার এই খবর জানিয়েছে। নাসা জানিয়েছে আকাশ যদি মেঘলা না থাকে তাহলে খালি চোখেই দেখা যাবে চাঁদের সঙ্গে শুক্র, বৃহস্পতি ও শনির সহাবস্থান।

মহালয়ার পর থেকে শুক্লপক্ষ শুরু হয়ে গিয়েছে। এই দেবীপক্ষে অর্থাৎ শুক্লপক্ষে চাঁদের উজ্জ্বলতাও বাড়তে শুরু করে। পরের পূর্ণিমা পর্যন্ত এই্য উজ্জ্বলতা বজায় থাকে । এই সময় আকাশে শুক্রগ্রহকেও চাঁদের খুব কাছাকাছি দেখা যাবে।

advt 19

 

 

Previous articleবোধনের আগে চতুর্থীতেই শুরু হয়ে গেল পুজো, ভিড় সামলাতে নামল পুরো ফোর্স
Next articleমণ্ডপসজ্জায় জুতো ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে’,পুজো কমিটিকে আইনি নোটিস